বাউফল পৌর পিতার তৃতীয় ধাপে ত্রাণ বিতরণ

বাউফল পৌর পিতার তৃতীয় ধাপে ত্রাণ বিতরণ
এম অহিদুজ্জামান ডিউক, প্রতিনিধি বাউফল : পটুয়াখালীর বাউফলে সামজিক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে তৃতীয় ধাপে কর্মবিমূখ মানুষদের খাদ্য সহায়তা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল। শুক্রবার সকালে পৌরসভা কার্যালয়ের সামনে ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। জানাগেছে, ইতিমধ্যে বাউফল পৌর মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে ১২শত কর্মবিমুখ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। প্রথম ও দ্বিতীয় ধাপে একটি পরিবারকে দেওয়া হয়েছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তৈল, ১কেজি পিয়াজ ও একটি সাবান। শুক্রবার তৃতীয় ধাপে দেওয়া হচ্ছে ৫কেজি চাল, ৩কেজি আলু, ১ কেজি ডাল, ১কেজি তেল, ১কেজি পিয়াজ ও একটি সাবান। পৌর পিতা জানান, ইতিমধ্যে পৌর শহরের দুস্থ ও কর্মবিমূখ মানুষ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পরিবারগুলোর মধ্যেও সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ ধারা অব্যাহত থাকবে। পরিবারগুলোকেও সরকারের নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সহায়তা নিতে আসতে যারা লজ্জা পাচ্ছেন মোবাইল ফোনে অবহিত করলে তাদেরকে বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা অব্যাহত আছে।